অচিন পথিক
মোঃ মহিবুল আলম
অনেকটা পথ হেঁটেই আমি
তোমার পথে আসি
তপ্ত রোদে ঘাম জড়িয়ে
আঁধার দিবা নিশি।
সে পথ আমার নয়কো সহজ
দীর্ঘ সময় পর
ঘাত প্রতিঘাত টপকে কেন
স্বপ্ন ভাঙার ঝড়।
ক্লান্ত পথিক হাফ ছাড়িয়ে
আগলে তোমায় ধরে
তোমায় পাওয়ার আশায় আমি
অচিন পথের পরে।
সে পথ ছিল কাঁটায় ভরা
রক্ত ঝড়া পা –
কত ক্ষত সয়ে যে মোর
প্রেম খুঁজেছি যা -।
পথ হারিয়ে পথিক আমি
তোমার পথেই হাঁটি
বিরহী মন ক্লান্ত পথিক
পায়নি যে মন খাঁটি।
পথের ধূলি কণারা সব
বলল আমায় ডেকে
‘অচিন পথিক’ যাচ্ছ কোথায়
প্রেমের মায়া রেখে।
তাদের প্রেমে দেইনি সাড়া
তোমার প্রেমের আশায়
পথিক সে তো পথ হারিয়ে
দু চোখ জলে ভাসায়।