“শব্দ দূষণের ফল”
মামুন সরকার
উচ্চ শব্দে ফাটছে কানের পর্দা
দিনে দিনে বৃব্ধি পাচ্ছে বধিরতা ।
শিশু মনে পড়ছে ব্যাপক প্রভাব
বেড়ে চলছে দিনের পর দিন মানসিক চাপ।
অধিক শব্দ দূষণে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি
অল্প সময়ে নষ্ট হচ্ছে চোখের জোতি,ক্ষতি হচ্ছে অর্থনীতি ।
গর্ভস্থ বাচ্চা হচ্ছে প্রতিবন্ধী
জন্ম নিচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন বেবী।
গর্ভবতী মায়ের হচ্ছে গর্ভপাত
বাড়ছে উচ্চ রক্তচাপ ।
দিন দিন বৃদ্ধি পাচ্ছে হৃদরোগ
বৃদ্ধি পাচ্ছে আকস্মিক মৃত্যু।