২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৬ই রজব, ১৪৪৬ হিজরি| দুপুর ২:৫০| শীতকাল|

কাজের গাফিলতি হলে জনগণের বলার অধিকার আছে: ওয়াসিকা আয়শা খান

মো: হাসানুর জামান
  • Update Time : শনিবার, মার্চ ২৩, ২০২৪,
  • 124 Time View

মোঃ হাসানুর জামান বাবু,চট্টগ্রাম

বাংলাদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটা এলাকায় উন্নয়ন করছেন। তিনি বারংবার বলেন উন্নয়নের জন্য যে অর্থ ব্যয় করা হয় সেখানে অংশীদার জনগণ । আর সেই প্রকল্প গুলো ঠিকমত বাস্তবায়ন হচ্ছে কিনা দেখার কতর্ব্য জনপ্রতিনিধি ও জনগণের। কাজে যদি কোন প্রকার গাফিলতি হলে সেটা জনগণের বলার অধিকার আছে।

তিনি আরো বলেন, আনোয়ারা চট্টগ্রাম শহরের খুব কাছের একটি জনপথ। আনোয়ারা উপজেলা একটি সাগর পর্যটন শিল্পময় এলাকা। তবে দুঃখের বিষয় যেভাবে এই উপজেলাটি উন্নয়ন হওয়ার কথা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন হয় নাই। প্রধানন্ত্রী রাজনীতির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী উন্নয়নের রাজনীতি করে। প্রধানমন্ত্রী বলেন মানুষের সেবা করে মানুষের আপন হওয়া যায়। উন্নয়ন করে মানুষের কাছে যাওয়া যায়। আমরা প্রধানমন্ত্রীর রাজনীতিতে বিশ্বাস করি। আমরা মানুষের জন্য কাজ করি উন্নয়নের রাজনীতি করি। আজীবন মানুষের সেবা করে যেতে চাই।
শনিবার (২৩ মার্চ) পারকি সমুদ্র সৈকত ও উপকূলীয় বেড়িবাঁধ পরিদর্শন শেষে স্থানীয় আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেড়িবাঁধের কাজের অনিয়ম নিয়ে তিনি বলেন, বেড়িবাঁধের অনিয়ম নিয়ে এখানকার মানুষ অনেক অভিযোগ করে। আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি। আমি আজ বেড়িবাঁধ পরিদর্শনে গিয়েছি আমি। মানুষের দুর্ভোগের কথা শুনেছি তাদের অভিযোগ শুনেছি। প্রধানমন্ত্রী মানুষের জন্য কাজ করছেন। এখানে জবাবদিহিতা করতে হবে সংশ্লিষ্টদের। কোন অনিয়ম দেখলে আপনারা প্রতিবাদ করবেন আমাদের জানাবেন। আমি আসার সময় নির্মাণাধীন পর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ