জেলার কাপাসিয়া উপজেলার কামারগাঁও উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অত্র উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মামুনুর রশিদ।
সহকারী শিক্ষক মো: আতিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি গোলাম মোহাম্মদ মাইন উদ্দিন (রবিন), ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নূরুল ইসলাম।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ মাজহারুল হক। এছাড়াও পৃষ্ঠপোষকতায় ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ দেলোয়ার হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বজলুর রশিদ নয়ন, ইউনিয়ন বিএনপি’র সম্পাদক মোঃ হারুন অর রশিদ মাঝি, যুগ্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান শাহীন,সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী মেম্বার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ সামসুদ্দোহা নান্নু, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন মুকুল,
ওয়ার্ড বিএনপির সি: সহ-সভাপতি আব্দুল মান্নান ফকির ও মোঃ আলমগীর হোসেন, ওয়ার্ড বিএনপির সম্পাদক মোঃ মতিউর রহমান, ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ সাইফুল ইসলাম মাষ্টার, সমাজসেবক মোঃ ফরহাদ সরকার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ তাজুল ইসলাম সরকারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে শাহ্ রিয়াজুল হান্নান বলেন, সুষ্ঠ,ননিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আপনারা যদি আমাকে নির্বাচিত করে সংসদে পাঠান, তাহলে উপজেলার অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় এটাতেও উন্নয়ন করবো।
এছাড়াও অনুষ্ঠানে আগত অতিথিরা ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ধরনের ডিসপ্লে প্রদর্শনের জন্য ভূয়সি প্রশংসা করেন।