২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ| ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৩ই রজব, ১৪৪৬ হিজরি| দুপুর ১:৪০| শীতকাল|
শিরোনাম:
বিকাশ এজেন্টের দোকানে হামলা চালিয়ে ১০ লাখ টাকা লুট, থানায় অভিযোগ দায়ের পাইকগাছায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রিশালে পৌষালী পাঠোৎসবে হাজারো দর্শনার্থীর ভীড় গুম-খুনের সঙ্গে জড়িতেদের বিচারের সম্মুখীন করতে হবে- আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল পাইকগাছায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন  ফুলপুরে ২৫ বছর পর জামায়াতে ইসলামীর সম্মেলন নান্দাইল উপজেলা আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন গ্রেফতার  তারুণ্যের উৎসব উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে যুব সমাবেশ অনুষ্ঠিত ছাত্র আন্দোলন দমাতে ১০ কোটি টাকা অনুদান ও অস্ত্র যোগান দেয় ফজলে করিম ইউরোপ পাঠানোর আশ্বাসে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

কাপাসিয়ায় সাদপন্থীদের বিচারের দাবিতে জোবায়ের পন্থীদের সমাবেশ

এ.এইচ সবুজ, গাজীপুর:
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪,
  • 9 Time View

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ঘুমন্ত ও তাহাজ্জুদরত মুসুল্লিদের উপর সন্ত্রাসী সাদপন্থীদের বর্বরোচিত হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গাজীপুরের কাপাসিয়ায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পরে সাদপন্থিদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) সকালে কাপাসিয়া সদর বাস টার্মিনাল সংলগ্ন তাজ উদ্দিন চত্বরে জমায়েত হয়ে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন উপজেলার উলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতা-নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ জালাল উদ্দিন, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মাহমুদুল হাসান মারুফ, কাপাসিয়া কওমি পরিষদের সভাপতি আজমল হোসেন খান, মাওলানা অলিউল্লাহ, রাওনাট দারুল আহকাম মাদ্রাসার আবু সাঈদ, মো: সাইফুল ইসলাম, মৌলভী মোহাম্মদ আমানুল্লাহ, দুর্গাপুর ইউনিয়নের সমাজ সেবক মমতাজ উদ্দিন পালোয়ান, ওসমান গনি।

এদিকে স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১৮ ডিসেম্বর গভীর রাতে ঘুমন্ত ও তাহাজ্জুদ নামাজরত মুসল্লিদের উপর সন্ত্রাসী সাদপন্থিরা লাঠি-সোটা, ছুরি ও দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত বর্বর হামলা চালায়। হামলায় ৪ জন মুসল্লী শহীদ হন এবং ছয় শতাধিক আহত রয়েছে, নিখোঁজ রয়েছে অনেক।

এই হামলার ৬ বছর পূর্বে ২০১৮ সালের ১ জানুয়ারির হামলার পুনরাবৃত্তি। তারা আওয়ামী কিছু চিহ্নিত সন্ত্রসীদের সাথে নিয়ে টঙ্গী ময়দানে অবস্থিত মুসল্লী ও ছাত্রদের উপর হামলা চালিয়েছে।

টঙ্গী ইজতেমার মাঠে হামলা বিচ্ছিন্ন কোন ঘটনা নয় বরং পূর্ব-পরিকল্পিত, ফ্যাসিবাদ ইন্ডিয়ার দোসর ওয়াসিফুল ইসলামের সরাসরি নির্দেশেই এই হত্যাযজ্ঞ চালানো হয়েছে।

এই হামলায় কাপাসিয়া বাজারের বরুন রোড়ের মুহাম্মাদিয়া মাদরাসা মসজিদ নামে পরিচালিত তথা কথিত সাদপন্থিদের আস্তানা থেকে কয়েকটি যাত্রীবাহি বাস ভরে লাঠি-সোটা, রড ও ধারালো অস্ত্র নিয়ে রাতের গভীরে সেই হামলায় অংশগ্রহণ করেছে বলে উল্লেখ করেন।

হামলাকারীরা ফিরে এসে কাপাসিয়ার বিভিন্ন স্থানে আবার উল্লাস উচ্ছাস প্রকাশ করে দিবালোকে লোক সম্মুখে বিভিন্ন প্রকার ভয়ংকর মন্তব্য করেন।

২০১৮ সালের হামলায় গত ১৮ ডিসেম্বর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। বরুন রোড়ের সাদপন্থিদের আস্তানার লোকেরা সশস্ত্র ভূমিকা পালন করে আসছে।

মাওলানা সাদ বিতর্কিত ভারতীয় আলেম, সারা দুনিয়ার প্রাজ্ঞ উলামায়ে কেরাম তার পথভ্রষ্ট হওয়ার ব্যাপারে একমত। তার মতাদর্শে অনুসারীরা দখল-হত্যাসহ বিভিন্ন উশৃংখল কাজে একের পর এক অংশ গ্রহণ করে যাচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম জানান, উপজেলার জোবায়ের পন্থীদের পক্ষ থেকে একটি স্মারকলিপি দিয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক স্যারের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ