২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ১২ই শাবান, ১৪৪৬ হিজরি| সকাল ৮:৫৬| শীতকাল|
শিরোনাম:
রাজশাহী আন্ত:জেলা ফুটবল টুনামেন্টে জার্সি বিতরণ গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য গাজীপুরের দাক্ষিণখান গ্রাম রাণীশংকৈলে ডেভিল হান্ট অপারেশনে দুজন গ্রেপ্তার পাটগ্রামে তিন সন্তানের জননীকে হত্যার ঘটনায় দ্বিতীয় স্বামী গ্রেপ্তার পাটগ্রামে তিন সন্তানের জননীকে ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগ নান্দাইলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল  পাটগ্রামে অসুস্থ গরুর মাংস বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু  নান্দাইল আওয়ামী লীগের লিফলেট বিতরণ আ’লীগ, ছাত্রলীগ সহ গ্রেফতার -৩  আন্ধারীর ঝাড় ইউনিয়ন আওয়ামীলীগের নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ২২, ২০২৩,
  • 223 Time View

এ এইচ সবুজ, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় রাতের অন্ধকারে বারিষাব এলাকার চরদুর্লভ খাঁন আব্দুল হাই সরকার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নূরুল ইসলাম বিএসসির হাত ও পায়ের রগ কেটে ফেলায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা।

এদিকে গুরুতর আহত শিক্ষক মো. নূরুল ইসলাম (৫০) কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। তিনি উপজেলার বারিষাব ইউনিয়নের চরদুর্লভ খাঁন আব্দুল হাই সরকার উচ্চ বিদ্যালয়ের জৈষ্ঠ্য শিক্ষক।
এ ঘটনায় মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে চরদুর্লভ খাঁন আব্দুল হাই সরকার উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন অত্র বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

এছাড়াও কাপাসিয়া উপজেলা সদরে বিকেল ৫টায় শতাধিক শিক্ষকের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানবন্ধনের আয়োজন করেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ কাপাসিয়া উপজেলা শাখা ও বাংলাদেশ শিক্ষক সমিতি কাপাসিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ।

এদিকে মানববন্ধন শেষে শিক্ষক নূরুল ইসলামের উপর হামলাকারী দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ বরাবর স্মারকলীপি দেওয়া হয়।

প্রসঙ্গত, গত রবিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১২টায় দিকে বারিষাব বেলতলী বাজার থেকে নিজের হোমিওপ্যাথিক ফার্মেসী বন্ধ করে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ভিকারটেক এলাকার নুরারপুল পাড়ের পূর্ব পাশে ডুবারটেক নামক জায়গায় শিক্ষক মো: নুরুল ইসলাম এ হামলার শিকার হন। আহত স্কুল শিক্ষক মো: নুরুল ইসলামের স্ত্রী রৌজিয়া সুলতানা এ তথ্য জানান।
এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবীর জানান, আহত শিক্ষক নুরুল ইসলামের স্ত্রী রৌজিয়া সুলতানা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

তিনি আরো বলেন, শিক্ষকের ওপর হামলার এ ঘটনায় ইতোমধ্যে বিল্লাল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের বিষয়ে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রহমান জানান, নুরুল ইসলামের হাত ও পায়ে অনেক ইনজুরি রয়েছে। পঙ্গু হাসপাতালে চিকিৎসা দরকার। নুরুল ইসলামকে অন রিকোয়েস্ট এখানে ভর্তি রাখা হয়েছিল এখানে।

তিনি আরো জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জের মাধ্যমে জানতে পারি নুরুল ইসলামের ইনজুরি খুবই সিরিয়াস। ওনার চিকিৎসা পঙ্গু হাসপাতালেই দরকার। তবে কেন তার পরিবারের লোকজন তাকে ঢাকায় নিয়ে গেলেন তা আমার জানা নেই।

এ বিষয়ে আহত শিক্ষকের ছোট ভাই আহসান উল্লাহ সরকার জানান, হাসপাতাল থেকে রিলিজ দোর পরই অমার বড় ভাইকে আজ সন্ধ্যায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ