গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ‘ওয়েলফেয়ার ক্লাব’ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হয় পরিয়াব ফুটবল একাদশ।
সোমবার (১৬ ডিসেম্বর ) বিকেলে মরহুম ব্রি.জে.আ স ম হান্নান শাহ্ স্মৃতি সংসদের আয়োজনে ফাইনাল ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
প্রয়াত বিএনপি নেতা ব্রি. জে: আ স ম হান্নান শাহ্ স্মৃতি স্মরণে আয়োজিত মাসব্যাপী খেলায় অংশগ্রহণ করে মোট ১৬ টি দল। এতে ফাইনালে পৌঁছে পরিয়াব ফুটবল একাদশ ও বীর উজলী ফুটবল একাদশ।
এদিকে ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে দু’দল ১-১ গোলে ড্র করে। ফলে নির্ধারিত সময়ের পরে টাইব্রেকারে টোক ইউনিয়নের বীর উজলী ফুটবল একাদশকে ৪-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বারিষাব ইউনিয়নের পরিয়াব ফুটবল একাদশ।
এতে চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকা প্রাইজমানি ও একটি ট্রফি প্রদান করা হয়। অপরদিকে রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হয়। এছাড়াও উক্ত খেলায় স্পন্সর হিসেবে ছিলো উপজেলার সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংগঠন ফরাজী ফ্যামিলী ফাউন্ডেশন।
ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ হারুন অর রশীদ মাঝির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান।
ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মামুনুর রশীদের সঞ্চালনায় ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন গাজীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের আহবায়ক আলহাজ্ব হান্নান মিয়া হান্নু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফ.ম মমতাজ উদ্দিন রেণু এবং বিকেএসপি ফুটবলার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ করিম শুভ।
এছাড়াও ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান ভুঁইয়া নূর, যুবদলের সদস্য সচিব মো: বিল্লাল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী রাশিদুল ইসলাম, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মো:সুজন ভূঁইয়াসহ উপজেলা বিএনপি ও অঙ্গ -সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।