নিজস্ব প্রতিবেদক:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটের কালাই উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত হয়েছে।
প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের আয়োজন করেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মো. তাজমহল হীরক। তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য।
অনুষ্ঠানে তাজমহল হীরক আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং জয়পুরহাটবাসীর কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চান।
গতকাল বৃহস্পতিবার বিকালে জয়পুরহাটের কালাই উপজেলায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য শুভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাফিলের আয়োজন করেন মো. তাজমহল হীরক।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল বারী প্রামানিক। এসময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু শ্রী মুনিশ চৌধুরী, সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা মোকলেসুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা প্রভাষক আবু তাহের, আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান মাষ্টার, আলহাজ্ব মোত্তালিব, বগুড়া আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগ নেতা জনি, ছাত্রলীগ নেতা রহিম, সমাজ সেবক ও শ্রমিক লীগ নেতা আলতাবালী, সাবেক মেম্বার আব্দুল মান্নানসহ প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান।
উল্লেখ্য, পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের রাজনীতিবিদ মো. তাজমহল হীরক সততা ও নিষ্ঠার সাথে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে এসেছেন। এখন আওয়ামী লীগের মত ঐতিহ্যবাহী সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে আছেন মো. তাজমহল হীরক।