গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালিত হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং ধূমপান এবং তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে পাঁচটি দোকান থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক উম্মে হাফছা নাদিয়া ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।
জরিমানা আদায় করা দোকানগুলো হলো কামরুল ইসলাম স্টোর, মো: তাইজুল ইসলাম স্টোর, মোঃ মুছা পাঠানের দোকান, নূরুল ইসলামের দোকান এবং আসাদুল ইসলামের দোকান।
এসময় উপস্থিত ছিলেন বেঞ্চ সহকারি মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানার উপ পরিদর্শক মো: ফজলুল হক এবং সঙ্গীয় ফোর্স।
নির্বাহী বিচারক উম্মে হাফছা নাদিয়া বলেন, আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে।