বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
চিন্তা যার যার-সংগঠন সবার এ পতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর জেলা কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশন বেলাব উপজেলা শাখা ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১ টায় উপজেলার বারৈচা বাজার বেলাব শাখা কার্যালয়ে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশন বেলাব শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহানুল হক বাবুলের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কিন্ডারগার্টেনে ওয়েলফেয়ার এসোসিয়শনের সভাপতি অধ্যাপক হাজী মোঃ হানিফা, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ মজিবুর রহমান,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ রমজান আলী প্রামাণিক।
এ সময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম আমান, রায়পুরা শাখার সভাপতি রুহুল আমিন, শিবপুর শাখার সাধারন সম্পাদক ডা. অজয় কৃষ্ণ গোস্বামী, পলাশ শাখার সাধারণ সম্পাদক সালাউদ্দিন ভূঁইয়া, রায়পুরা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ প্রমূখ।
উক্ত সম্মেলনে আগামী তিন বছরের জন্য বটেশ্বর হলি চাইল্ড কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ অলি উল্লাহকে সভাপতি, নারায়নপুর নতুনকুড়ি কিন্ডারগার্টেনের অধ্যক্ষ তৌহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং পোড়াদিয়া নাদিম কিন্ডার গার্টেনের অধ্যক্ষ রিয়াদ পারভেজকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশন বেলাব উপজেলা শাখা কমিটি ঘোষনা করা হয়।