জ.ই পরশ, ভৈরব সংবাদাতা: কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও ভৈরব বিএনপির কার্যালয় ভাংচুরের ঘটনায় রুজুকৃত মামলার এজহারভুক্ত আসামী প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এর একান্ত সচিবসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা ।
আটককৃতরা হলেন, পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার মৃত শহিদুল্লাহ মিয়ার ছেলে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এর একান্ত সচিব, সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাখাওয়াত উল্লাহ (৫২) এবং অপরজন ভৈরব পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার মৃত আব্দুল রহিম মিয়ার ছেলে ভৈরব উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হেকিম রায়হান (৫২)।
আজ ৩ নভেম্বর রোববার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি আব্দুল হাই চৌধুরী বলেন, গত ১৯ জুলাই সাখাওয়াত উল্লাহ ও আব্দুল হেকিম রায়হানসহ অন্যান্য আসামিরা বেআইনি ভাবে বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলা ও বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় আহত মামুন মিয়া, বিএনপির নেতা রুবেল মিয়া ও আলম সরকার বাদী হয়ে ভৈরব থানা ও আদালতে পৃথক তিনটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের বিশেষ অভিযানে ডিএমপির ধানমন্ডি থানা এলাকা থেকে আওয়ামী লীগ নেতা সাখাওয়াত উল্লাহ ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল হেকিম রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও এজাহারভুক্ত ও ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত ২ জনকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।