কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি প্রাইভেট হাসপাতাল, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এবং তিনটি ঔষুধের ফার্মেসিতে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে।
পৃথক দুটি অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী বিচারক মোঃ বদরুজ্জামান রিশাদ এবং মোঃ আবু বক্কর সিদ্দিক।
কুড়িগ্রাম জেলা প্রশাসন সূত্র জানা গেছে, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ শহরের বিভিন্ন ডায়গনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।
এসময় রোগীদের ভোগান্তি, সঠিক কাগজপত্র না থাকা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্টের ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ ইত্যাদির অপরাধে দুইটি ডায়গনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী বিচারক মোঃ বদরুজ্জামান রিশাদ।
সূত্রটি আরো জানায়, একই দিনে কুড়িগ্রামের ধরলা সেতুর পূর্বপ্রান্তে ডিসি পার্ক এলাকার ৩ টি ঔষুধ ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়।
নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ানস স্যাম্পল এবং রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত ঔষধ বিক্রয় করায় ঔষধ ও কসমেটিকস আইনে ৩ টি ফার্মেসিকে মোট ২২ হাজার পাঁচশ টাকা জরিমানা করেন নির্বাহী বিচারক মোঃ আবু বক্কর সিদ্দিক।
এসময় প্রসিকিউটর হিসেবে ছিলেন কুড়িগ্রাম ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মোঃ হাফিজুর রহমান মিয়া।