২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:১৮| হেমন্তকাল|
শিরোনাম:
প্রকাশিত সংবাদ ও মানববন্ধের প্রতিবাদ সংবাদ সম্মেলন ত্রিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় মনোনয়ন পরিবর্তনের দাবি প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ নুরুল ইসলাম বুলবুলের মোটরসাইকেল শোভাযাত্রা চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পাইকগাছায় প্রতিবন্ধী কিশোরকে হুইলচেয়ার দিলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে পোল্ট্রি ফার্ম মালিককে জরিমানা নান্দাইলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি নান্দাইলে ভূমি অধিগ্রহণের জায়গায় আওয়ামীলীগ নেতার মার্কেট নির্মাণ বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় ট্রাক হতে ওষুধ ও সিসা জব্দ

কুড়িগ্রামে নানা কর্মসূচির মধ্যে দিয়ে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিক পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, মে ৩০, ২০২৫,
  • 50 Time View

কুড়িগ্রাম জেলায় শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিক নানা কর্মসূচি মধ্যে দিয়ে পালিত হয়েছে। দিনটি পালনে জেলা বিএনপি ও ৯ টি উপজেলায় ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল সকাল ১০ ঘটিকায় কুড়িগ্রাম জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর, (মোস্তফা) সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, ১ নং যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, ২ নং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য মো.সাইফুর রহমান রানা, মো.ওমর ফারুক, আশরাফুল হক রুবেল প্রমূখ।

এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তফা) বলেন, জাতীয়তাবাদী নেতার জনপ্রিয়তা দেশি- বিদেশি চক্রান্ত কারীরা কখনো মেনে নিতে পারেনি, এই চক্রান্তকারীরা ১৯৮১ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে।

এই মর্মান্তিক ঘটনার মধ্যদিয়ে দেশবাসী একজন মহান দেশপ্রেমিককে হারায়। তবে চক্রান্তকারীরা যতোই চেষ্টা করুক, কোন ক্ষণজন্মা রাষ্ট্রনায়ককে পৃথিবী থেকে সরিয়ে দিলেই তিনি বিস্মৃত হন না, বরং নিজ দেশের জনগনের হৃদয়ে চিরজাগ্রত হয়ে অবস্থান করেন।

এদিকে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উলিপুর উপজেলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। কর্মসূচি মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মহফিল।

৩০ মে শুক্রবার সকাল ১০ টায় উলিপুর উপজেলা বিএনপি অফিসে উলিপুর পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সরকার এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এরশাদুল হাবিব নয়ন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব হায়দার আলী মিয়া, উপজেলা মহিলা সভানেত্রী রিনা বেগম, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা রশিদা বেগম লতা, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুজ্জামান বাচ্চু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম, হাতিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ বাতেন, ছাত্র দলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান  মারুফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম, ওলামা দলের আহ্বায়ক আব্দুল মতিন, বুড়াবুড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের শামীম প্রমূখ।

বক্তারা তাদের বক্তব্যে, জিয়া রহমানকে একজন ক্ষণজন্মা পুরুষ হিসেবে বর্ণনা দেন।

তার আদর্শ নিয়ে সকল নেতা-কর্মী চললে দেশ স্বনির্ভর হবে জাতি তাদের এক কাঙ্খিত দেশ পাবে। পরে শহীদ জিয়ার রুহের মাগফেরাত ও দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।

জেলার অন্যান্য উপজেলায় অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ