৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি| রাত ৯:৫৩| বর্ষাকাল|
শিরোনাম:
রামপুরা থানায় বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজের পরিচিতি সভা অনুষ্ঠিত সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে আমান উল্লাহ আমানের শুভেচ্ছা বিনিময় ২২ বছর পর গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের নির্বাচন অনুষ্ঠি ভৈরবে ইয়াবা ও হেরোইনসহ মামা ভাগনী আটক নান্দাইলে সাবেক এমপি খুররম খান চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত পাইকগাছায় সেতুর টোল স্থায়ীভাবে অবমুক্ত করার দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান রাজাকারকে প্রধানমন্ত্রী করে দল গঠন করেন: মুফ‌তি ফয়জুল ক‌রীম চলে গেলেন কুড়িগ্রামের প্রবীণ সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু এইচএসসি পরীক্ষা শেষে অফিস কক্ষে ওএমআর শিট পূরণ করায় দুই শিক্ষক গ্রেপ্তার গফরগাঁওয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

কুড়িগ্রাম-৪ আসনে বিএনপিতে আলোচনায় শীর্ষে মমতাজ হোসেন লিপি

কুড়িগ্রাম প্রতিনিধি:
  • Update Time : রবিবার, জুন ২২, ২০২৫,
  • 24 Time View

কুড়িগ্রাম জেলার চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের কুড়িগ্রাম-৪ আসন। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে বিএনপির অনেক প্রার্থী মাঠে থাকলেও বার বার নির্বাচন বর্জন করায় দলীয়ভাবে প্রার্থীরা নির্বাচনের প্রতি আস্তা হারিয়ে ফেলে।

এ রকম পরিস্থিতিতেও কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী পুরুষ প্রার্থীদের টপকিয়ে মানুষের দোরগোড়ায় গিয়ে বিএনপির পক্ষে জনমত গড়ে তুলতে নিবেদিতভাবে কাজ করেন মমতাজ হোসেন লিপি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুর্গম চরাঞ্চল থেকে শুরু করে কুড়িগ্রাম-৪ আসনের সর্বত্র জনসমর্থন তৈরি করতে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মমতাজ হোসেন লিপি।

তিনি রৌমারীতে এক ত্যাগী সংগ্রামী রাজনৈতিক ব্যক্তিত্ব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রৌমারীর চরের বুকে নারী নেতৃত্বের কান কথা কুসংস্কার ছিন্ন করে বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন উপেক্ষা করে তৎকালীন সরকারের বিরুদ্ধে সভা সমাবেশ মিছিলে পেটুয়া বাহিনীর বন্দুকের নলকে তুচ্ছভেবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়া এক অবিসংবাদিত নেত্রী।

মমতাজ হোসেন লিপি পারিবারিক সুত্রে ৪ দশকের রাজনৈতিক খ্যাত জনকল্যাণমূখী পরিবারিক সুত্রে একমাত্র নারী নেতৃত্বের অধিকারী। পৈত্রিক সুত্রে, তার পিতা আলহাজ্ব গোলাম হোসেন তৎকালীন পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন।

সে সময়ে থানা লুট করে অস্ত্র হাতিয়ে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে এমন সাহসী ভুমিকা নিয়েছিলেন। দেশ স্বাধীনতার পরবর্তি সময়ে জনসেবা করতে ২ বার ইউপি চেয়ারম্যান, ২বার উপজেলা চেয়ারম্যান, ও দুই বার এমপি ছিলেন।

তার চাচা রুহুল আমিনও এমপি ছিলেন। যাদের রাজনৈতিক গুণাবলি, মানুষের সাথে অবাধ খোলামেলা সৌহার্দপূর্ণ আচরণ আজও মানুষের মনে অম্লান হয়ে রয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে তাদের নিজস্ব ভোট ব্যাংক রয়েছে।

৪০ বছরের রাজনীতি তাদের পরিবারের জন্য এটা এক বিশাল আর্শিবাদ অর্জন। ভোটের ক্ষেত্রে মমতাজ হোসেন লিপির জন্য রাজনৈতিক মাঠ অত্যান্ত উর্বর। তাই মমতাজ হোসেন লিপি পৈতিক সুত্রে পিতার রাজনৈতিক মাঠ নিজের রাজনীতিতে স্থান করে নিয়েছেন। কথায় আছে পিতার গুনে পুত্রের জয়।

এমন সুযোগ লুফে নিতে রাজনৈতিক জীবন বেঁচে নেয় মমতাজ হোসেন লিপি। মমতাজ হোসেন লিপি ১৯৭৯ সালে রৌমারী উপজেলার বারবান্দা গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি মরহুম আলহাজ্ব গোলাম হোসেনের একমাত্র কন্যা।

মমতাজ হোসেন লিপি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি এস এস ( অর্নাস) এম এস এস রাষ্ট বিজ্ঞান, ও জাতীয় বিশ্ববিদ্যালয় হতে এল এল বি করেন। রাজনৈতিকভাবে মমতাজ হোসেন লিপি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

সহসভাপতি রৌমারী উপজেলা বিএনপি, ১ নং সদস্য জাতীয়তাবাদী মহিলাদল কুড়িগ্রাম জেলা শাখা। তিনি শিক্ষা-দীক্ষা জন সম্পৃক্ততা রাজনৈতিকভাবে গণসংযোগেও এলাকায় ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।

তিনি একজন সাহসী সংগ্রামী উদ্যোমী নারী নেতিত্র। নারীর অধিকার আদায়ে এবং অবহেলিত চিলমারী রৌমারী ও রাজিবপুরের মানুষের অধিকার আদায়ে এবং সার্বিক উন্নয়নের স্বার্থে কুড়িগ্রাম-৪ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করতে চান।

আসনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য উর্বর। যদিও বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছরে এ আসনটি বিএনপির কোন প্রার্থি জয়লাভ করতে পারেনি।

তার মুল কারণ প্রার্থী জরিপে ভুল সিদ্ধান্ত বলে সুধিজন ধারনা করেন। এখানে প্রার্থীতা যাচাই কখনো পক্ষ পাতিত্য না করে দল,গোত্র, আঞ্চলিকতা বিশদ বিশ্লেষণের মাধ্যমে প্রার্থী নির্ধারণ করতে হবে।

এখানে ৪০ বছরের শাসনামল গ্রহন যোগ্যতা, ভোট ব্যাংক গোত্র ইজম ভিত্তিক ও এলাকা জরিপে মমতাজ হোসেন লিপি সবার উপরে। পৈত্রিক সুত্রে রাজনৈতিক মাঠ তার জন্য ব্যাপক সারা জাগাবে।

সুদীর্ঘ সারে ১৫ বছর আওয়ামী লীগের শাসনামলে সাহসী অগ্নি কন্যা খ্যাত, মমতাজ হোসেন লিপি দূর্বার গতিতে তৃণমূলের মানুষের সাথে কখনো খুলি বৈঠক, কখনো পায়ে হেটে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন। যার ফলে মমতাজ হোসেন লিপিকে কুড়িগ্রাম-৪ আসনটিতে বিএনপির মনোনয়ন দিলে তার জন্য জয়লাভ অতি সহজ হবে।

তিনি বিগত সরকারের জেল জুলুম খুন গুম দলীয় প্রচারণা নিষিদ্ধের মধ্যেও ফ্যাসিস্ট সরকারের আগ্রাসী আক্রমণ উপেক্ষা করে কৃষক দল, মহিলাদল গঠন ও অঙ্গ সংগঠনের কাঠামো তৈরিতে চিলমারী, রাজিবপুর ও রৌমারীতে ব্যাপক সময় দিয়ে তৃণমূল বিএনপির মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা দিয়ে সকলকে ধৈর্য সহকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকাতলে সমবেত থাকতে সাহস যোগিয়েছেন। সেই অগ্নি কন্যা মমতাজ হোসেন লিপি।

ভোটের জরিপে লিপিকে বাদ দেওয়ার সুযোগ নেই। তারই আপন বড় ভাই আলহাজ্ব আজিজুর রহমান বিএনপির প্রার্থিী হওয়ার জন্য দৌড়ঝাঁপ করছেন। জামাত রৌমারীতে আগের তুলনায় অনেকটা গণসংযোগে এগিয়ে এবং মাঠ চষে বেড়াচ্ছে।

ঠান্ডা মাথায় জামাত সামনের দিকে অগ্রসর হচ্ছে। তৃণমূলের মানুষ ভাত কাপড় চায়না, তৃণমূলের মানুষ নেতৃত্বের পরিবর্তন চায়। যে নেতা তাদের সার্বিক বিষয়ে খোঁজখবর রাখবে, বিপদ-আপদে তাদের পাশে থাকবে এমন নেতৃত্ব তাদের চাওয়া।

তবে সরেজমিন জরিপে এবার মানুষের মাঝে রৌমারীতে ভোট বিপ্লবের ধারণা করা হচ্ছে। দীর্ঘ ৪ টি নির্বাচনে মানুষ ভোট দিতে না পারায় হতাশার মাঝে আশার স্বপ্ন দেখছেন।

তবে জাতীয়তাবাদী দল বিএনপি হতে মমতাজ হোসেন লিপিকে ধানের শীষ প্রতীক দিলে কুড়িগ্রাম-৪ আসনটি উদ্ধারের বিজয় নিশ্চিত।

সবমিলিয়ে বলা চলে কুড়িগ্রাম-৪ আসনে আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পুরুষ প্রার্থীদের টপকিয়ে বিএনপির প্রার্থী হিসেবে মমতাজ হোসেন লিপি এগিয়ে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ