২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি| রাত ৩:২৪| হেমন্তকাল|
শিরোনাম:
ফুলপুরে অতিরিক্ত বালু বহনকারী ট্রাক আটক, জরিমানা আদায় গফরগাঁওয়ে  সিএনজি উল্টে পুলিশ সদস্য নিহত  কুড়িগ্রামে মরিয়ম চক্ষু হাসপাতাল ও সিডিডি’র যৌথ আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত পাইকগাছায় পাখি শিকারী আটক; জরিমানা ৫ হাজার ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে নান্দাইলে বিএনপি’র বিক্ষোভ মিছিল  এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে গনিত অলিম্পিয়াড অনুষ্ঠিত বেলাব ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পিঠা উৎসব গফরগাঁওয়ে গণঅধিকার পরিষদের মশাল মিছিল পাইকগাছায় বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে দুই দিনের তথ্যমেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রফিকুল ইসলাম শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

Reporter Name
  • Update Time : রবিবার, মে ২১, ২০২৩,
  • 247 Time View

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ২০২৩ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য তিনি উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন কমিটি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেছেন। জানা যায়, ১৯৯৮ সালের পহেলা মার্চ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (গণিত) পদে যোগদান করেন। সহকারী শিক্ষক পদে তিনি ছিলেন ২০১১ সালের অক্টোবরের ৯ তারিখ পর্যন্ত। পরবর্তীতে তিনি ২০১০ সালের নভেম্বরের ১০ তারিখ জেলা আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউপি উচ্চ বিদ্যালয়ে ২০১২ সালের নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি ২০১৪ সালের ডিসেম্বরের ১ তারিখ জেলার দেবিদ্বার উপজেলার দেবিদ্বার কোর ছাপ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক পদে যোগদান করেন। তিনি ওই স্কুলে ২০১৪ সালের অক্টোবরের ৩১ তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৪ সালের নভেম্বরের ১ তারিখ প্রধান শিক্ষক পদে যোগদান করেন জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে। বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম, সততা, যোগত্য, মননশীলতা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাস ও সহ-পাঠ্যক্রমিক, শিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছেন। তার দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। মোঃ রফিকুল ইসলাম ১৯৭২ সালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা নাম আবদুল খালেক, মায়ের নাম হনোফা বেগম। ব্যক্তি জীবনে তিনি ৩ ছেলের জনক। তার বড় ছেলে মেরিন ইঞ্জিনিয়ার ও মেজু ছেলে উচ্চ মাধ্যমিক পাশ এবং ছোট ছেলে কোরআনে হাফেজ। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বলেন, আমাকে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান(স্কুল) নির্বাচিত করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সম্মানিত বিচারক মন্ডলী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি ড. জাহাঙ্গীর আলম মহোদয়সহ সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ যাদের উৎসাহ ও সহযোগিতায় আজকের এ সাফল্য। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহাম্মদ জানান, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা মহোদয় এর সভাপতিত্বে বাছাই কমিটি শ্রেণিকক্ষে পাঠদান দক্ষতা, অভিজ্ঞতা, সৃজনশীল প্রকাশনা, সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন দক্ষতা, একাডেমিক সনদসহ শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত বিভিন্ন গুণাবলির ভিত্তিতে শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ