কুড়িগ্রামে ৯৫০ পিস নেশা জাতীয় Buprenorphine ইনজেকশনসহ তিন মাদক কারবারি আটক করেছে পুলিশ। রবিবার সন্ধায় রাজিবপুর থানা পুলিশ সুইচ গেইটের পাশ্ববর্তী জায়গায় থেকে তাদের আটক করা হয়।
আটককৃত হলেন, জামালপুর জেলার ইসলামপুর থানাধীন মৌজাআটা গ্রামের মোঃ বাবু মিয়া (৩৯), দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন মংলাপাড়া গ্রামের মোছাঃ পারুল বেগম (৪৫) এবং লালমনিরহাট সদর থানাধীন মোস্তবি গুকুন্ডা আদর্শপাড়ার মোছাঃ নুর নাহার ওরফে নূর জাহান (৪০)।
এসময় তাদের কাছ থেকে মাদক হিসেবে ব্যবহৃত ৯৫০ পিস Buprenorphine ইনজেকশন উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুড়িগ্রামের চর রাজিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।