মোঃ মাইনুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ সাব্বির আশিকুল আলম চৌধুরী, পিপিএমকে ঢাকা রেঞ্জ ও সার্জেন্ট জনাব মোঃ সুজন রেজা চট্টগ্রাম রেঞ্জে বদলি হওয়ায় বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ রবিবার কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় সম্মাননা স্বারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ওহিদুন্নবী, ডিআইও-১ জনাব মোঃ আব্দুর রাজ্জাক, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাসুদুর রহমান, টিআই (প্রশাসন) জনাব বানিউল আনামসহ জেলা পুলিশের অন্যন্য সদস্যবৃন্দ।