নিজস্ব প্রতিবেদক:
ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে ৪৭ কেজি গাঁজাসহ সাত মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
আটক ব্যক্তিরা হলেন- হাসিব ওরফে মোয়াজ (২৭), মো. সজিব (২৪), মো. বাবু (২৮), মো. ইলিয়াস (২৫), মো. শুভ হোসেন (২০), মো. শহিদুল ইসলাম (২৪) ও মো. ইয়াসিন (১৯)।
এসময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন ও এক হাজার ২২০ টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১১ মে) রাতে র্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার ঝাউচর এলাকায় অবস্থান নেয় র্যাব-১০ এর একটি দল। এসময় ৪৭ কেজি গাঁজাসহ সাত মাদক কারবারিকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য এনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের নামে থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।