এম জালাল উদ্দীন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ প্রতিপাদ্য’র আলোকে সমাজের নিম্ন আয়ের মানুষের ক্ষুধামুক্ত করার লক্ষ্যে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় উপজেলার নিম্ন আয়ের মানুষের মধ্যে ১৫ টাকা কেজি দ্বরে চাউল বিতরণ এর এর শুভ উদ্ধোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে পাইকগাছার নতুন বাজারে খাদ্য অধিদপ্তর কতৃর্ক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচী স্বল্পমূল্যে খাদ্য শস্য বিতরণ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শেখ হাসিনার সরকার বদ্ধ পরিকর। পাশাপাশি সমাজের নিম্ন আয়ের মানুষের জন্য নানা ধরনের সেবা মূলক কার্যক্রম অব্যহতভাবে চালিয়ে যাচ্ছেন বর্তমান সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, খাদ্য গুদাম কর্মকর্তা শেখ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা (ট্যাগ অফিসার) জিএম বাবলুর রহমান, অফিস সহকারী জিএম শাহেদুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক নির্মল অধিকারী, জেলা ছাত্রলীগ নেতা মৃণাল কান্তি বাছাড়, ডিলার আমিরুল ইসলাম, শ্রমিকনেতা সিদ্দিকুর রহমান।
উল্লেখ্য, পাইকগাছা উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ২৫ জন ডিলারের মাধ্যমে উপজেলার ১৩ হাজার ১২৩ জন উপকারভোগীদের মাঝে ১৫ টাকা কেজি দ্বরে মাসিক মাথাপিছু ৩০ কেজি চাউল প্রদান করা হবে।