পাইকগাছা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলতাফ মাহমুদ বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসাবে সম্মাননা পেয়েছেন।
রবিবার খুলনা জেলা পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মাসিক কল্যান ও অপরাধ সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। তিনি প্রধান অতিথি জেলা পুলিশ সুপার টি এম মোশারফ হোসেনের নিকট থেকে উক্ত সম্মাননা গ্রহণ করেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, ওয়ারেন্ট তামিল সহ কর্মদক্ষতায় থানার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) আলতাফ মাহমুদ ওয়ারেন্ট তামিল করায় জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে সম্মাননা পেয়েছেন।
সম্মাননা পাওয়া আলতাফ হোসেন বলেন, তিনি স্বীয় কর্ম এলাকায় আইন শৃংখলা সমুন্নত রাখতে ও বাংলাদেশ পুলিশ বিভাগের সুনাম অক্ষুন্ন এবং ধরে রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তাকে এ সম্মাননা প্রদান করায় তিনি জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।