
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ স্বাধীনতাকামী ফিলিস্তিন জনগণের উপর ইসরায়েলী বাহিনীর গণহত্যার প্রতিবাদে গফরগাঁওয়ে বিক্ষোভ করে পৌর ছাত্রদল।পৃথিবীর ইতিহাসে বর্বর এই গণহত্যার প্রতিবাদ জানিয়ে এবং ইসরায়েলী পণ্য বর্জনের আহ্বান জানিয়ে মঙ্গলবার দুপুরে পৌরশহরের মিনি স্টেডিয়াম থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়ে একই স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন,
ফিলিস্তিনিতে ইসরায়েল যেভাবে বর্বরোচিত গণহত্যা চালিয়ে যাচ্ছে, যা ইতিহাসে সবচেয়ে নিষ্ঠুরতম গণহত্যা। যার যার অবস্থান থেকে আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব। গফরগাঁওবাসীকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে পৌর ছাত্রদলে আহবায়ক রবিউল আলম পাপ্পু বলেন, দখলদার ইসরায়েল পবিত্র ফিলিস্তিনের মাটিতে নারকীয় গণহত্যাসহ মুসলিম ইতিহাস ঐতিহ্য ধ্বংস করে বিশ্ব মুসলিম উম্মার উপর আঘাত করছে।ইমানদার মুসলিম হিসেবে এই বর্বরোচিত হত্যা,হামলা এবং আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে গফরগাঁওয়ে ইসরায়েলী পণ্য বয়কট করুন।
এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নূর আল আহাদ অন্তর,আব্দুল্লাহ আল সিফাত,সদস্য হাসিবুল ইসলাম নবাব, মো.আলামিন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সভাপতি রানা মাসুদ, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মেহেদী হাসান কাজী,
সাধারণ সম্পাদক শাহরিয়ার রোমান, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইব্রাহিম মিয়া,সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা।