ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ স্কাউটসের কাব কার্নিভাল উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ স্কাউট গফরগাঁও উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন এর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নূরে আলম ভূইয়া, সহকারী শিক্ষা অফিসার হেলান উদ্দিন আরিফ রব্বানী, সফিকুল ইসলাম, বাংলাদেশ স্কাউট গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মমতাজ উদ্দিন, উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি গফরগাও উপজেলা শাখার সভাপতি মোঃ আলাউদ্দিন প্রমুখ।
আউলাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব লিডার জান্নাতুল ফেরদৌস সানি বলেন, দিনব্যাপী কাব কার্নিভালে অংশ নিয়ে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই আনন্দিত। উপজেলার ৩০টি বিদ্যালয়ের কাব সদস্যরা এতে অংশ নেয়।