স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গফরগাঁওয়ে জুলাই যোদ্ধাদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ-আল-মামুন ও বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। তাঁদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের স্বাস্থ্য বিভাগ এই উদ্যোগ গ্রহণ করে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত জুলাই যোদ্ধাদের হাতে স্বাস্থ্য কার্ড তুলে দেওয়া হয়।
জুলাই যোদ্ধারা হলেন, মো. তারা মিয়া, নুরে আলম সালেক, মো. রিমন মিয়া, ওয়াজেদ আলী শেখ, অপূর্ব হিমেল রানা ও মোসাম্মত রুমী।