
ময়মনসিংহের গফরগাঁওয়ে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলার তেতুঁলিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী অংশ নেয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কে এম এহছানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ভূইয়া।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক রফিকুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ সমম্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রেজওয়ান আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা খান, ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন, তেতুঁলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুন নাহার প্রমুখ।
পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।