ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তেতুঁলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
রোববার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসী অংশ গ্রহণ করে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,
তেতুঁলিয়া উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক নুরুন নাহার দুর্নীতি, স্বজনপ্রীতি এবং বিদ্যালয় পরিচালনা কমিটি বাণিজ্যসহ অনিয়মের প্রতিবাদে এবং শিক্ষা প্রতিষ্ঠানের হারানো গৌরব ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে অভিভাবক ও এলাকাবাসী। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন তেতুঁলিয়া উচ্চ বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য রিজভী আহমেদ, এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে দিদারুল আলম, মো. আনসারুল, ফজলুল আব্বাসী সুজন প্রমুখ।