২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি| সকাল ৯:৫০| বসন্তকাল|
শিরোনাম:
মনোহরদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি আটক শোষণমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কুরআনের রাজ কায়েম করতে চাই পাটগ্রামে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় যুব সমাজের ইফতার মাহফিল অনুষ্ঠিত নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  নান্দাইলে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত  নান্দাইলে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মিম্মান সম্পাদক শামীম  মনোহরদীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল বিনামূল্যে পথচারীদের ইফতার করালেন ‘জনতার ঈশ্বরগঞ্জ’

গফরগাঁওয়ে বিএনপি নেতার গণসংযোগ ও পথসভা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির আহবায়ক এবি সিদ্দিকুর রহমান উপজেলার দক্ষিণাঞ্চলের আটটি ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন। শনিবার দুপুরে উপজেলা সদর থেকে বিশাল মোটর শোভাযাত্রা সহকারে রওনা হয়ে গফরগাঁও ইউনিয়ন,লংগাইর,উস্থি, দত্তেরবাজার বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকেলে উপজেলা বিএনপির আহবায়ক এবি সিদ্দিকুর রহমান আরো কয়েকটি ইউনিয়ন গণসংযোগ ও পথসভা করেন দলীয় নেতাকর্মীরা অপশক্তি মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। উপজেলা বিএনপির আহবায়ক এবি সিদ্দিকুর রহমান বলেন, ‘দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জালিম সরকারের পতন হয়েছে। স্বৈরাচার সরকার প্রধান শেখ হাসিনা মানুষ হত্যা করে গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে নেতাকর্মীদের রেখে পালিয়ে গিয়েছে। বাংলাদেশর গণতন্ত্র মুক্তি পেয়েছে, মানুষ ভোট ও ভাতের অধিকার ফিরে পেয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর বাংলাদেশের রাস্ট্র নায়ক তারেক রহমানের আহবানে দেশে শান্তি স্বস্তি বজায় রাখুন। গণসংযোগকালে ছাত্রজনতার অভ্যুথানে নিহতদের স্মরণ এবং গণহত্যার বিচার দাবি করে বক্তব্য রাখেন নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম আর খায়রুল,যুগ্ম আহবায়ক আবু সাঈদ মাষ্টার, শহিদুর রহমান, জালাল উদ্দীন,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।