৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি| রাত ৯:৩২| বর্ষাকাল|
শিরোনাম:
রামপুরা থানায় বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজের পরিচিতি সভা অনুষ্ঠিত সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে আমান উল্লাহ আমানের শুভেচ্ছা বিনিময় ২২ বছর পর গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের নির্বাচন অনুষ্ঠি ভৈরবে ইয়াবা ও হেরোইনসহ মামা ভাগনী আটক নান্দাইলে সাবেক এমপি খুররম খান চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত পাইকগাছায় সেতুর টোল স্থায়ীভাবে অবমুক্ত করার দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান রাজাকারকে প্রধানমন্ত্রী করে দল গঠন করেন: মুফ‌তি ফয়জুল ক‌রীম চলে গেলেন কুড়িগ্রামের প্রবীণ সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু এইচএসসি পরীক্ষা শেষে অফিস কক্ষে ওএমআর শিট পূরণ করায় দুই শিক্ষক গ্রেপ্তার গফরগাঁওয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

গফরগাঁওয়ে ব্ল্যাকমেইল করে ছয় লাখ টাকা আত্মসাতের ঘটনায় সাংবাদিক পরিচয়ধারী ৩ জন আটক

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, জুন ১৪, ২০২৫,
  • 27 Time View

গফরগাঁওয়ের ব্রহ্মপুত্র নদের পাড় মিডিয়া পার্ক এলাকা থেকে ব্ল্যাকমেইল করে ছয় লাখ টাকা আদায়ের অভিযোগে সাংবাদিক পরিচয়ধারী তিন ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ জুন) বিকেলে গফরগাঁও পৌরসভার সালটিয়া ব্রিজ মিডিয়া পার্ক এলাকায় অভিযান পরিচালনা করে এই প্রতারক চক্রকে আটক করা হয়।

দুই ঘন্টার এই অভিযানে
সন্ধ্যায় দুইজন এবং রাত সোয়া ৭টার দিকে আরও একজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. খাদিমুল ইসলাম (৪০), মো. সলিমুল্লাহ (৪২) এবং মাজাহারুল হক (৫০)। তারা তিনজনই ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী আনারুল হক (৩৭) এর বাড়ি উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামে। তিনি অভিযোগ করেন, আটকৃত তিন ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ভয়ভীতি ও মানহানিকর তথ্য প্রকাশের হুমকি দিয়ে তার কাছ থেকে মোট ছয় লাখ টাকা আদায় করে।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অভিযোগের সত্যতা স্বীকার করে।

গফরগাঁও অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা রাত নয়টার দিকে আটকৃতদের গফরগাঁও থানায় হস্তান্তর করে।
অভিযানের নেতৃত্ব দেন এফএস সার্জেন্ট আজিজ এবং সেনাসদস্যরা। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

এ ঘটনায় স্থানীয় পর্যায়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গফরগাঁও থানা পুলিশ জানায়, বিষয়টি আইনগতভাবে তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, আটককৃতরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে এই অপরাধ সংঘটিত করে।
স্থানীয় নিউজ পোর্টাল প্রতিদিনের বাংলাদেশ এর পরিচয়ধারী এই তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ