ময়মনসিংহের গফরগাঁও উপজেলর পৌর যুবলীগের শীর্ষ স্থানীয় সন্ত্রাসী অনিককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে শ্রীপুর উপজেলার মাওনা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে গফরগাঁও নিয়ে আসে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার সাথে থাকা অন্য সদস্যরা পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়,গফরগাঁও পৌর যুবলীগের শীর্ষ সন্ত্রাসী যুবলীগের অন্যতম ক্যাডার তাজমুনের
ব্যক্তিগত গার্ড হিসেবে অনিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি করত। অনিক পৌর এলাকার শিলাসী গ্রামের ছমির উদ্দিনের ছেলে।
যুবলীগ ক্যাডার অনিককে গফরগাঁও থানা পুলি শ্রীপুর উপজেলার মাওনা থেকে গ্রেফতারের সময় পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী তাজমুন বাহিনীর প্রধান যুবলীগের যুগ্ম আহবায়ক সন্ত্রাসী তাজমুন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
অনিক আওয়ামী লীগ আমলে তাজমুনের ছত্রছায়ায় গফরগাঁও পৌর শহরে সন্ত্রাসী কর্মকান্ডসহ ইয়াবা ব্যবসা করত।
পৌর এলাকার রাঘাইচটি গ্রামের নেয়ামত আলী বলেন, গত ৫ আগস্টের আগে গফরগাঁওয়ের অনেক বিএনপির নেতা কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে পঙ্গু করেছে অনিক।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল ইসলাম ইমনকে ২০২২ সালে কুপিয়ে প্রাণনাশের চেষ্টা করে। অনিকের নামে গফরগাঁও, ভালুকা, ঢাকাসহ বিভিন্ন থানায় ১০ টির ও বেশী মামলা রয়েছে।
গফরগাঁও থানার ওসি (তদন্ত) রহিম সরকার বলেন, অনিককে গফরগাঁও থানায় মাহবুবুল আলম ইমনের মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।