নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে দ্রুতগতির সিএনজি উল্টে মো. ফাহিম জিদান (২০) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি তে থাকা অন্য যাত্রীরা আহত হন। পরে তাদের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ভালুকা-
গফরগাঁও সড়কের কৃৃষ্টপুর,পাচুয়া জব্বারের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য মো. ফাহিম জিদান নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের মহেষকুড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের পুত্র। সে দেড় বছর যাবত ঢাকা ভাটারা থানায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
এঘটনার সত্যতা নিশ্চিত করেছে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম। এবং পরিবারের কাছে রাতেই মরদরহ হস্তান্তর করেছে বলেও জানান।
পুলিশ ও পারিবারিক সূত্র জানা গেছে- মো. ফাহিম জিদান মঙ্গলবার সন্ধ্যায় নিজ ভাটারা থানার ডিউটি শেষ করে। সেখান থেকে রাতে সিএনজি যোগে আসার পথে গফরগাঁওয়ের পাচুয়া এলাকার আসতেই সিএনজির সামনে দিয়ে শিয়ার দৌড় দেয়। এতে শিয়াল সিএনজির নিচে পড়ে গেলে দুমড়ে মুচড়ে যায় সিএনজি। এঘটনায় ঘটনাস্থলেই জিদানের মৃত্যু হয়।
এদিকে ফাহিম জিদানের মৃত্যুতে তার গ্রামে বাড়ি নান্দাইলের খারুয়া ইউনিয়নের মহেষকুড়া গ্রামে বইছে শোকের ছায়া নেমে পড়েছে। গ্রামের আশের পাশের শতশত মানুষ দেখতে ভীড় করে। সবাই কি যেন হারিয়েছে বলে আফসোস করছে।
নিহতের ভাগিনা মো. রাকিবুল মল্লিক শান্ত বলেন- খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি মরদেহ ও তার পাশে একটি শিয়াল মরে পড়ে আছে। পুলিশের সহযোগিতায় রাতেই মরদেহ বাড়িতে আনা হয়েছে। বুধবার বিকালে পশ্চিম মহেষকুড়া ঈদগাহ্ মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।