
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ- ১০ (গফরগাঁও-পাগলা) আসনের মনোনয়ন প্রত্যাশী আলমগীর মাহমুদ আলম।
বৃহষ্পতিবার দুপুরে উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে এই প্রচারণা চালান।
এসময় তিনি দক্ষিণ গফরগাঁওয়ের জনবহুল হাট,বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত জনসাধারণের মাঝে রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ,পথসভা ও গণসংযোগ করেন।
পরে সন্ধায় নিগুয়ারী ইউনিয়নের ত্রিমোহনী বাজারে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও গফরগাঁও আসনের মনোনয়ন প্রত্যাশী আলমগীর মাহমুদ আলম বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে পৌরসভা থেকে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে লিফলেটসহ ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছি।
লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা ওলামা দলের সাবেক আহবায়ক এখলাস উদ্দিন বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু সাঈদ মাষ্টার, পাগলা থানা বিএনপির যুগ্ম আহবায়ক চমক ফকির, সদস্য মোজাম্মেল হোসেন লালু মেম্বার, মাহবুবুল আলম মোহন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সালাম বেপারী, যুগ্ম আহবায়ক আবু সায়েম, সদস্য জয়নাল আবেদীন চাঁনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন মনন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল ইসলাম ইমন, উপজেলা জাসাস আহবায়ক জহিরুল ইসলাম প্রমুখ।