নিজস্ব প্রতিবেদক :২৫ শে মে, আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এড্যভোকেট আজমত উল্লাহ খান এর নৌকা মার্কা প্রতিকের প্রচার-প্রচারনায় ১৩ মে শনিবার বিকালে সিটি কর্পোরেশনের ৪৪ নং ওয়ার্ডের বিভিন্ন বাসা, রাস্তা এবং দোকানের জনগন এর কাছে শেখ হাসিনার সালাম পৌছে দিয়ে আগামী ২৫ তারিখে নৌকা মার্কা প্রতিকে ভোট এবং দোয়া চেয়ে বিভিন্ন পাড়া-মহল্লায় ব্যস্ত সময় পার করেছেন।
গাজীপুর জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও বাহাদুরশাদী ইউপি চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন আহমেদ গাজীপুর সিটি কর্পোরেশন এর ৪৪ নং ওয়ার্ড পূর্ব গোপাল পুর জনগনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কালে বলেন দেশের অন্যতম সমস্যা দুর্নীতি, চাঁদাবাজি ও নেশা মুক্ত গাজীপুর গড়ে তুলতে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এড্যভোকেট আজমত উল্লাহ খান গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়েছে। গাজীপুরের ভোটাররা আজমত উল্লাহ খানকে ভোট দিয়ে নির্বাচিত করলে গাজীপুর বাসীকে দুর্নীতি, নেশা ও চাঁদাবাজিমুক্ত নগরী উপহার দিবে বলে আমি মনে করি।
উক্ত নির্বাচনী প্রচারনায় বাহাদুরশাদী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান জনাব শাহাবুদ্দিন আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন
৪৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ নির্বাচনী কমিটির আহ্বায়ক মো: তাইজুল ইসলাম (তাজু), সদস্য সচিব আবুল বাশার (মানিক),যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক বাদল,যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ (মধু), ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মেজবাহ উদ্দিন, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য ফারুক মির্জা, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য সোহরাব হোসেন, বাহাদুরসাদী ইউনিয়ন কৃষকলীগ সাধারণ সম্পাদক মোঃ শুক্কুর আলী খন্দকার যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ।