মেধা ও মননে সুন্দর আগামী “এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে উনিশ বছরের ছেলেমেয়েদের কৈশোর কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২২ জুন) সকাল ৯টায় পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সার্বিক সহাযোগীতায় ও উদ্দীপন রহনপুর শাখার আয়োজনে রহনপুর জনতা স্কুল মিলনায়তনে মেলা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ইসাহক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জোনাল অফিসের সহকারী পরিচালক -১ মোঃ আমজাদ হোসেন
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, রহনপুর জনতা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম, রহনপুর মহিলা কলেজের প্রভাষক শহিদুল ইসলাম মুকুল।
অনুষ্ঠান পরিচালনা করেন রহনপুর শাখা অফিসার ইনচার্জ ইসমাইল বিশ্বাস ও নাচোল শাখার প্রোগ্রাম ইনচার্জ ইনচার্জ আব্দুল আজিজ।
অনুষ্ঠানে মিনি ম্যারাথন দৌড় ও সাইকেল দৌড় প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।
মেলায় ৯ টি স্টলের মাধ্যামে কিশোর-কিশোরীদের তৈরি করা বিভিন্ন কর্মকান্ড দ্বারা স্টলগুলো করা হয়। এতে অংশগ্রহণ করেন রহনপুর কিশোরী ক্লাব, কাজিগ্রাম কিশোরী ক্লাব, কলকলিয়া কিশোরী ক্লাব, রতনপুর কিশোরী ক্লাব, ধুলাউড়ি কিশোরী ক্লাব, ষাড়ব্রুজ কিশোরী ক্লাব, চিনিয়া তলা কিশোরী ক্লাব, বাংগাবাড়ি কিশোরী ক্লাব এবং জনতা উচ্চ বিদ্যালয়ের একটি স্টল বসে।
উক্ত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।