২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৬ই রজব, ১৪৪৬ হিজরি| দুপুর ২:০৪| শীতকাল|

চট্টগ্রামে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী

মো. হাসানুর জামান বাবু, চট্টগ্রাম:
  • Update Time : শনিবার, জুন ২২, ২০২৪,
  • 48 Time View

বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওমর গণি এম ই এস কলেজ ছাত্রসংসদের সাবেক জি এস ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের উদ্যাগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার বিকেলে নগরের ডি.সি হিল, সি আর বি, রেলওয়ে হাসপাতাল কলোনী সংলগ্ন এলাকায় বৃক্ষ রোপণ করা হয়।

এ সময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, বৃক্ষ মানুষের পরম বন্ধু। বর্তমান সময়ে তীব্র তাপদাহ কমাতে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাণী জগতের অস্তিত্ব রক্ষায় বৃক্ষের রোপণের বিকল্প নাই।

তিনি আরও বলেন, আজ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এটি দক্ষিন এশিয়ার সর্ব বৃহৎ এবং প্রাচীণ সংগঠন, বাংলার আপামর জনতার ভরসার জায়গায় এখন এই প্রাচীন সংগঠনটির প্রতি, আওয়ামী নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মিত হচ্ছে। বাংলাদেশ এখন সারা বিশ্বের মধ্য সুখী, সমৃদ্ধ উন্নত দেশ হিসাবে ব্যাপ্তি লাভ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা নুরুল আজিম রনি, আওয়ামীলীগ নেতা আশিষ চক্রবর্তী বাচ্চু, আইনুল ইসলাম চৌধুরী আবেদ, নেজাম উদ্দীন, এড.এএম কুতুব উদ্দিন চৌধুরী, শিবু প্রসাদ চৌধুরী, মোঃ ইকবাল আহমেদ ইমু, পঙ্কজ রায়, রতন ঘোষ, মোহাম্মদ দেলোয়ার, মোঃ হাবিব খান, মোঃ সাব্বির চৌধুরী, তোফাজ্জেল হোসেন জিকু, শরিফুল ইসলাম, রেজাউল করিম বিলাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ