২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি| দুপুর ২:১০| হেমন্তকাল|
শিরোনাম:
রাণীশংকৈলে ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তারেক জিয়া সাইবার ফোর্স নরসিংদী জেলা শাখার কমিটি গঠন স্বাধীনতা বিরোধীদের সঙ্গে এদেশের মানুষ আপোষ করতে পারে না- মির্জা ফখরুল পাটগ্রাম সীমান্তে বিএসএফের ছররা গুলিতে তিন বাংলাদেশি আহত নান্দাইলে ধানের শীষের ভোট চেয়ে ছাত্রদলের নেতৃত্বে প্রচারণা মিছিল ভোলায় মানবতার বন্ধনের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও প্রভাব শীর্ষক আলোচনা সভা নান্দাইলে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষের মিছিল কপিলমুনি ব্লাড ব্যাংকের সভাপতি রাজ, সম্পাদক রনি কুড়িগ্রাম-২ আসনে গণসংযোগ করছেন ইসলামী আন্দোলনের প্রার্থী নূর বখ্ত মিয়া অবহেলিত পাইকগাছা-কয়রাকে রোল মডেল করতে চান  বিএনপি প্রার্থী বাপ্পী

চট্টগ্রামে শেষ সময়ে জমজমাট ঈদ বাজার, বেশি ভিড় ফুটপাতে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ৯, ২০২৪,
  • 268 Time View

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম:

চট্টগ্রামে জমজমাট ঈদ বাজার, বেশি ভিড় ফুটপাতে
ঈদের বাকী আর মাত্র ১ দিন বৃহস্পতিবার ঈদ। বন্দর নগরী চট্টগ্রামে ঈদের বাজার জমে উঠেছে। ফুটপাত থেকে অভিজাত বিপনী কেন্দ্র সর্বত্র কেনাকাটায় ভিড় বেড়েছে।

নগরীর নিউমার্কেট এলাকার ফুটপাত ধরে হাঁটলে কানে ভেসে আসে ‘চাই চাই লন, বাছি বাছি লন’ (দেখে দেখে নেন, বেছে বেছে নেন) হাঁকডাক। সড়কের পাশ ঘেঁষে হাঁটতে হাঁটতে পোশাক থেকে প্রসাধনী, বেডশিট-পর্দা থেকে হাঁড়ি-পাতিল সবই কেনা যায়।

শুধু নিম্নবিত্তরা নন, মধ্যবিত্তরাও স্বাচ্ছন্দ্যে কেনেন। তবে নিম্ন আয়ের লোকজন ঈদে পছন্দের পোশাকটা কেনেন ফুটপাত থেকে। তাই ফুটপাতের ভাসমান দোকানগুলোতেও জমেছে ঈদের বেচাকেনা সবচেয়ে বেশি।নামিদামি শপিং মার্কেটে তুলনা মুলক তেমনটা ভিড় দেখা না গেলেও ফুটপাতে যে কোথাও তিলধারণের ঠাই নেই।

শহরের নিউমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, আমতল, ফলমন্ডি এলাকার ফুটপাত ঘুরে দেখা গেছে, বিক্রেতার হাঁকডাক ও ক্রেতার দরদামে জমে উঠেছে ফুটপাতের ভাসমান দোকানগুলো।

এছাড়া ঈদ বাজার জমে উঠেছে চট্টগ্রামের বৃহত্তম বিপণী কেন্দ্র টেরিবাজার, রিয়াজুদ্দিন বাজার, জহুর হকার মার্কেট, নিউমার্কেট, দুই নম্বর গেট, প্রবর্তক মোড়, চকবাজার, বহদ্দারহাট, আগ্রাবাদ ও ইপিজেডে।

এসব বিপণী কেন্দ্রে একসাথেই জামা-জুতা-জুয়েলারির অনেকগুলো দোকান, শোরুম রয়েছে। এর বাইরে সানমার ওশান সিটি, আখতারুজ্জামান, আমিন সেন্টার, ইউনেস্কো, ফিনলে, শপিং সেন্টারসহ বেশকিছু বড় শপিং মলেও ক্রেতাদের ভিড় লেগে আছে।

শুধু এই সব নয়, নগরীর পাহাড়তলী, হালিশহর, বন্দর হাসপাতাল গেইট, ফ্রিপোর্ট, বন্দরটিলা, আগ্রাবাদ, চৌমুহনী, বহদ্দারহাট, জিইসি, অলংকার, বড়পোলসহ অন্যান্য এলাকার ফুটপাতেও ঈদ উপলক্ষে বসেছে অস্থায়ী অনেক দোকান।

প্রতিটি এলাকার ফুটপাথের ব্যবসায়ীদের অভিযোগ তারা ঈদকে সামনে রেখে অনেক টাকা দেনা নিয়ে ব্যবসায় পুঁজি দিলেও সিটি কর্পোরেশনের হকার্স ভাসমান দোকান উচ্ছেদের কারনে তারা এইবার ঠিকমত ব্যবসা করতে পারেনি তাই ঈদের পরে হয়তো তাদের এই দেনা শোধ করতে হিমশিম খেতে হবে,সকালে কখনোই তারা উচ্ছেদের কারনে ব্যবসা করতে পারেনি। বিকালে কয়েক ঘণ্টা ব্যবসায় কী আর লাভ হবে?

সরেজমিনে ঘুরে দেখা যায়, ঈদ ঘিরে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। শেষ সময়ে এসে সাধ্যের মধ্যে ঈদবাজারের শখ মেটাতে বিপণী বিতানগুলোর পাশাপাশি ফুটপাতের এসব দোকানে ভিড় জমাচ্ছেন নানা বয়সী ক্রেতারা। বিক্রেতা এবং ক্রেতাদের মধ্যে চলছে পছন্দের পণ্য নিয়ে দরদাম।

নিম্নবিত্ত ক্রেতারাই নন এবার মধ্যবিত্ত শ্রেণির অনেক ক্রেতাও ঈদের পোশাক কিনেছেন ভাসমান এসব দোকান থেকে।
আজ মঙ্গলবার রাত এগারোটা শহরে বেশকিছু ফুটপাথ মার্কেট ঘুরে রিপোর্ট করছেন আমাদের চট্টগ্রাম থেকে সাংবাদিক মোঃ হাসানুর জামান বাবু।

ক্রেতারা অভিযোগ করছেন, এবার পণ্যের দাম স্বাভাবিকের তুলনায় একটু বেশি। তাই সাধ্যের মধ্যেও শখ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। অনেকেই আগামীকাল চাঁদরাতে কম দামে পোশাক পাবেন, এমন আশায় শূন্য হাতেই ধরছেন বাড়ির পথ। এদিকে বিক্রেতারা বলছেন, গতবারের তুলনায় বিক্রি অনেকটা কম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ