মো. হাসানুর জামান বাবু, চট্টগ্রাম:
চট্টগ্রামে ঐতিহাসিক মুজিবনগর দিবস নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ (বুধবার) বিকালে চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা দলীয় কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরী।
এসময় আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মফিজুর রহমানসহ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাভুক্ত প্রতিটি উপজেলা পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ।