
বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির পরিচিতি ও প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মে (বৃহস্পতিবার) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর সিলভার স্পুন নামক একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া’র সভাপতিত্বে ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের সঞ্চলনায় সাংগঠনিক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব রেজাউল করিম নেছার, মোঃ সাইফুদ্দিন সালাম মিঠু।
সভা শেষে উপস্থিত সকলের মতামত নিয়ে সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাভূক্ত সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড-ইউনিট বিএনপির মেয়াদোত্তীর্ণ সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।