চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরে ফরিদগঞ্জ পৌরসভার রুদ্রগাঁও এলাকা থেকে মাটিচাপা দেওয়া আট বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত সোমবার সন্ধ্যায় সোহান নামের ওই শিশু নিখোঁজ হয়। এদিকে শিশুটির লাশ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। নিখোঁজের পর কেন এমন মৃত্যুর ঘটনা ঘটেছে এরই মধ্যে তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশের বিভিন্ন সংস্থা।
স্বজনরা জানান, গত সোমবার সন্ধ্যার পর থেকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না শিশু সোহানকে। এমন পরিস্থিতিতে আশপাশে খুঁজে না পেয়ে ফরিদগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা আনোয়ার হোসেন। তারপর পুলিশও তৎপর। কিন্তু খোঁজ মেলেনি কোথাও। অবশেষে শুক্রবার সকাল এগারোটায় বাড়ির অদূরে শিশুটির সন্ধান মেলে। তবে জীবিত নয়। সেখানে বাগানে মাটিচাপা দেওয়া অবস্থায় তার লাশের সন্ধান মেলে। আর তা দেখে স্বজনা কান্নায় ভেঙে পড়েন। এমন মর্মান্তিক দৃশ্য দেখতে ভিড় জমে হাজারো মানুষের।
এলাকাবাসী এবং স্বজনরা আরো জানান, তাদের ধারণা পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষরা এমন নির্মম ঘটনা ঘটিয়েছে। তারা জড়িতদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শিশু সোহানের বাবা আনোয়ার হোসেন জানান, তার দুই সন্তানের মধ্যে সোহান ছোট। বেশ আদরের ছিল। এই সন্তানের গায়ে কখনো টোকাও দেননি। কিন্তু কী কারণে প্রতিপক্ষের ঘাতকরা এমন কাণ্ড করেছে, তার সুষ্ঠু বিচার চান তিনি।
এদিকে শিশু সোহান নিখোঁজের পর থেকেই তৎপর ছিল পুলিশ। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, শিশু সোহানের বাড়ির আশপাশ, ঝোপ-জঙ্গল এবং পুকুরেও সন্ধান চালানো হয়। এমন ধারণা থেকে যে ছোট্ট শিশু কোনো কারণে অপমৃত্যুর শিকার হতে পারে। কিন্তু তাকে যে হত্যা করে মাটিচাপা দেওয়া হবে। তা কল্পনাও করা হয়নি।
অন্যদিকে কেন এবং কী কারণে এমন হত্যাকাণ্ড তা খুঁজে দেখতে শুরু করেছে পুলিশ। এরই মধ্যে থানা ও জেলা পুলিশের সঙ্গে গোয়েন্দা পুলিশ, পিবিআই ও সিআইডি ঘটনা উদঘাটনে মাঠে নেমেছে। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) পলাশ কান্তি নাথ।
তিনি জানান, গত সোমবার থানায় নিখোঁজসংক্রান্ত সাধারণ ডায়েরির পর থেকে তৎপর ছিল পুলিশ। তবে দ্রুত এই ঘটনায় জড়িতদের শনাক্ত করা হবে বলেও জানান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদগঞ্জ পৌরসভার রুদ্রগাঁও গ্রামের আনোয়ার হোসেনের ছোট ছেলে সোহান এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। শুক্রবার দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।