মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার দুপুরে বারোঘরিয়া মহানন্দা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে র্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক ক্রয় বিক্রয় ও সেবন করার অভিযোগে ছয় জনকে হাতেনাতে ধরা হয়।
জানা যায়, উক্ত এলাকায় নিয়মিতই মাদকের পসরা বসে। কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্ন প্রকার মাদক সংগ্রহ করে উক্ত স্থানে এলাকার যুবকদের মাঝে বিক্রি করে। এদেরকে নির্মূলের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা বারবার চেষ্টা করে ব্যর্থ হলে এরা আইন-শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়। পরে সাদা পোশাকে র্যাব অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ মনিরুল ইসলাম (৩৫), পিতা- মোঃ এনারুল ইসলাম, মাতা- মোছাঃ নুরজাহান,সাং- বারোঘরিয়া কাজীপাড়া, ২। মোঃ সোহেল রানা (৪৮), পিতা- মৃত আব্দুল শুকুর, মাতা- মৃত সোহাগী, সাং- ফকির পাড়া, ৩। শ্রী মিলন চন্দ্র কর্মকার (৫৭), পিতা- মৃত মনোরঞ্জন কর্মকার, মাতা- মৃত সুষমা, সাং-শিবতলা,৪। মোঃ নুরুল ইসলাম(৪০), পিতা-মৃত গুদর আলী, মাতা-মোছাঃ আছিয়া বেগম, সাং-রামচন্দ্রপুর কলেজপাড়া, সর্বথানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, ৫ মোঃ আমিরুল ইসলাম (৩৫), পিতা- মোঃ কালাম মন্ডল,মাতা- মোছাঃ মিনি খাতুন,সাং-নয়ালাভাঙ্গা, ৬। শ্রী শান্ত সাহা(২১), পিতা-শ্রী শংকর সাহা, মাতা-টুকটুকী সাহা,সাং-রানীহাটি ফতেপুর,উভয় থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।
এসময় তাদের কাছ থেকে গাঁজা এবং গাঁজা সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।