মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ৫৫০ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে টাউন ক্লাব মিলনায়তনে জেলা প্রসাশকের সার্বিক সহযোগিতায় দুঃস্থ ও অসহায়দে মাঝে ঈদ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খান।
টাউন ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম, নামোশংরকবাটি কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল, টাউন ক্লাবের সদস্য হাজি বাবলু, সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা মুন্টু প্রমুখ।
ঈদ উপহার নিতে আসা ব্যক্তিরা ঈদ ত্রাণ পেয়ে অনেক আনন্দিত ও খুশি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নির্দেশনায় ইফতার না করে অসহায়দের সহযোগিতা করতেই এ আয়োজন বলছেন আয়োজকরা।