
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টশন ও অভিভাবক দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) বেলা ১১ টায় পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাঙ্গণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ১ম পর্বের ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করা হয়। এরপর আলোচনাপর্ব শুরু হয়।
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াসির আরাফাত।
পলিটেকনিক ইনস্টিটিউটের প্রকৌশলী ফুড টেকনোলজি বিভাগের শিক্ষক প্রকৌশলী মো. সালাহ উদ্দিন ইউসুফ ও ইংরেজি বিভাগের শিক্ষক সুমন আহমেদ এর সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ ওমর ফারুক (১ম শিফট), উপাধ্যক্ষ সেলিম আহমেদসহ (২য় শিফট) প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।