
চাঁপাইনবাবগঞ্জ পৌর মহিলাদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে হুজরাপুর এলাকায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া।
জেলা মহিলাদলের জেষ্ঠ্য সহ-সভাপতি মোছা. দিলশাদ বেগম মিমির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী।
সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য মো. আব্দুস সালাম।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মহিলা দলের নেতাকর্মীদের আরও সংগঠিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে হবে।
কর্মীসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে দলের কার্যক্রমে নতুন উদ্দীপনা সঞ্চার করেন।