২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ১০ই শাবান, ১৪৪৬ হিজরি| দুপুর ২:২৫| শীতকাল|
শিরোনাম:
পাটগ্রামে তিন সন্তানের জননীকে হত্যার ঘটনায় দ্বিতীয় স্বামী গ্রেপ্তার পাটগ্রামে তিন সন্তানের জননীকে ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগ নান্দাইলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল  পাটগ্রামে অসুস্থ গরুর মাংস বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু  নান্দাইল আওয়ামী লীগের লিফলেট বিতরণ আ’লীগ, ছাত্রলীগ সহ গ্রেফতার -৩  আন্ধারীর ঝাড় ইউনিয়ন আওয়ামীলীগের নেতা গ্রেপ্তার নান্দাইলে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগের ৯৭ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ২ কাপাসিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তায় মাকসুদা

চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

চট্টগ্রাম প্রতিনিধি:
  • Update Time : সোমবার, নভেম্বর ২৫, ২০২৪,
  • 32 Time View

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃঞ্চ দাশ ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভে রাস্তায় নেমেছেন সনাতনীরা।

আজ ২৫ নভেম্বর সোমবার সন্ধ্যা ৭টার পর থেকে নগরীর ঐতিহাসিক চেরাগী পাহাড় মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভ থেকে চিন্ময় প্রভুর মুক্তির দাবি তোলা হয়।

এইসময় চেরাগী পাহাড় ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

সোমবার বিকালে ঢাকার শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃঞ্চ দাশ ব্রক্ষচারীকে আটক করা হয় বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

জোটের অন্যতম সংগঠক স্বতন্ত্র গৌরাঙ্গ দাশ ব্রহ্মচারী এসময় বলেন, চিন্ময় প্রভু ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে আসার কথা ছিল। ঢাকা বিমানবন্দর থেকে তাকে পুলিশ নিয়ে গেছে বলে শুনেছি। এতে সমগ্র সনাতনী সম্প্রদায় উদ্বিগ্ন।

এ ঘটনার পর চট্টগ্রামের চেরাগী পাহাড়ে সনাতনীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা সেখানে বিভিন্ন ধরনের স্লোগান দেন।
সমাবেশে স্বতন্ত্র গৌরাঙ্গ প্রভু বলেন, শান্তিপূর্ণ আন্দেলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চিন্ময় প্রভুকে আটক করা হয়েছে। উনাকে ছেড়ে দেওয়ার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি সারাদেশে।

আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চিন্ময় প্রভুকে আটক করেছে।এই নিউজ লেখার সময় পর্যন্ত আন্দোলন ও গণজমায়েত অব্যাহত রয়েছে।কবে নাগাদ কর্মসূচী শেষ হবে সেটাও নিদিষ্ট করে কোন ঘোষণা দেননি জমায়েত হওয়া সনাতনী সম্প্রদায় নেতাকর্মীরা।

এদিকে সাধারণ মানুষও পথচারীরা বলছেন, এখানে সমবেত সকল ভাইবোন সনাতনী সম্প্রদানের নই, এখানে সনাতনী সম্প্রদায়ের নামে পরাজিত শক্তি আওয়ামী যুবলীগ ছাত্রলীগ ও এদের অঙ্গও সহযোগী সংগঠনে অনেক কর্মীসমর্থকও জামাতের হয়ে শ্লোগান দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ