২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:২৮| হেমন্তকাল|
শিরোনাম:
প্রকাশিত সংবাদ ও মানববন্ধের প্রতিবাদ সংবাদ সম্মেলন ত্রিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় মনোনয়ন পরিবর্তনের দাবি প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ নুরুল ইসলাম বুলবুলের মোটরসাইকেল শোভাযাত্রা চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পাইকগাছায় প্রতিবন্ধী কিশোরকে হুইলচেয়ার দিলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে পোল্ট্রি ফার্ম মালিককে জরিমানা নান্দাইলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি নান্দাইলে ভূমি অধিগ্রহণের জায়গায় আওয়ামীলীগ নেতার মার্কেট নির্মাণ বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় ট্রাক হতে ওষুধ ও সিসা জব্দ

জনপ্রিয় ইউপি চেয়ারম্যান থেকে আদর্শ কৃষক মানিক

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, মে ৩, ২০২৫,
  • 55 Time View

একসময় ছিলেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান। মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে নিষ্ঠার সাথে দীর্ঘ পাঁচবছর সফলতার সাথে পালন করেছেন নিজের দায়িত্ব।

নির্বাচনে টাকার ছড়াছড়ি ও পেশিশক্তির ব্যবহার বাড়ায় মাত্র এক মেয়াদে চেয়ারম্যান হওয়ার পর আর আগ্রহ দেখাননি নির্বাচনে। তবে এই সময়ের মধ্যেই নিজেকে প্রমাণ করেছেন একজন আদর্শ কৃষক হিসেবে।

হরিরামপুর ইউনিয়ন পরিষদের মাগুর জোড়া গ্রামে জন্মগ্রহণ করা পরিশ্রমী উদ্যোমী কৃষক এমদাদুল হক মানিক তার কর্মদক্ষতা ও অধ্যবসায়ের মাধ্যমে কৃষি খাতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সাবেক ইউপি চেয়ারম্যান হয়েও তিনি কৃষিকাজকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রহণ করেছেন এবং সাফল্য অর্জন করেছেন।

ছোটবেলা থেকেই কৃষির প্রতি প্রবল ভালোবাসা ও আগ্রহ ছিল তার। চেয়ারম্যান থাকার সময়ও তিনি কৃষিকাজ চালিয়ে গেছেন এবং বিষমুক্ত নিরাপদ  আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার চেষ্টা করেছেন।

চেয়ারম্যানের দায়িত্ব শেষ হওয়ার পর পুরোপুরি কৃষির সঙ্গে যুক্ত হন এবং বিভিন্ন ধরনের ফসল উৎপাদনে মনোনিবেশ করেন।

খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে তিনি প্রায় ৫০ শতাংশ জমিতে গড়ে তুলেছেন এই কৃষি আবাদ, শুধু প্রচলিত কৃষি পদ্ধতিতেই থেমে থাকেননি, বরং আধুনিক কৃষি প্রযুক্তি, প্রাকৃতিক উপায়ে তৈরি জৈব সার ও বালাইনাশক ব্যবহার এবং সেচ ব্যবস্থার উন্নয়ন করে উৎপাদন বাড়িয়েছেন। তার খামারে বিভিন্ন ধরনের সবজি, ফলমূলসহ বিভিন্ন ফসল চাষ করা হয়।

প্রথমে কৃষিকাজে নানা বাধার সম্মুখীন হলেও নিজের অধ্যবসায় ও পরিশ্রমের ফলে তিনি সফলতা পান। তার উৎপাদিত কৃষিপণ্য স্থানীয় বাজার ছাড়িয়ে বিভিন্ন স্থানে জনপ্রিয়তা পেয়েছে।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিয়মিত কৃষি সম্পর্কিত বিভিন্ন উপদেশমূলক ভিডিও শেয়ার করে থাকেন।

এতে কৃষি কাজে মানুষ উদ্বুদ্ধ হচ্ছে এবং আধুনিক ও নিরাপদ কৃষি পণ্য উৎপাদনে তার দেখানো পথ অনুসরণে এগিয়ে আসছে অনেক কৃষক।

মানিক চেয়ারম্যান প্রমাণ করেছেন, সঠিক পরিকল্পনা ও পরিশ্রম থাকলে কৃষি খাতেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা সম্ভব। তার সাফল্যের গল্প নতুন প্রজন্মের কৃষকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সাবেক চেয়ারম্যান এমদাদুল হক মানিক বলেন, জনগণ আমাকে ভালোবেসে একমেয়াদে চেয়ারম্যান বানিয়েছিল। পরবর্তী প্রেক্ষাপটে নির্বাচনে টাকার ছড়াছড়ি ও পেশিশক্তির ব্যবহার বাড়ায় আর নির্বাচনমূখী হইনি। কৃষি কাজ করতে আমার অনেক ভালো লাগে। তাই বর্তমানে কৃষি নিয়েই আছি।

আমি আমার জমিতে বালাইনাশক হিসেবে ক্ষতিকর কীটপতঙ্গের জন্য শ্যাম্পু, সাবানের গুড়া, গুল, কেরোসিন তেল ও হলুদের গুড়া ব্যবহার করি যা খুবই সহজলভ্য। ছত্রাকের জন্য বোর্দো মিক্সার হিসাবে তুতে ও চুন এবং ভাইরাসের জন্য পিয়াজের রস, রসুনের রস, ইত্যাদি ব্যবহার করি।

এছাড়া নিমপাতা, বিষকাটালীর পাতা, মেহগনির বীজের রস ব্যবহার করি। যখন অতিরিক্ত ছত্রাক ও ভাইরাস ধরে তখন জৈব বালাই নাশক ব্যবহার করি। যেমন বায়ো-এনভির, বায়ো-এলিন ইত্যাদি ব্যবহার করি।

তবে তিনি স্থানীয় কৃষি অফিসের মাঠকর্মীকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, অনেকক্ষেত্রে জরুরি প্রয়োজনে কৃষি অফিসের মাঠকর্মীকে কল করলে পাওয়া যায়না। কোন সময় খোঁজ নিতেও আসে না। তাই নিজেনিজেই বিভিন্ন মাধ্যম থেকে জেনে-বুঝে কৃষি কাজ করে যাচ্ছি।

স্থানীয় কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহানূর আলম অপু অভিযোগ অস্বীকার করলেও মুঠোফোনে তার সাথে কথা হলে তার বক্তব্যে মেলে অসঙ্গতি। এতে প্রমাণ পাওয়া যায় তার দায়িত্ব পালনে গাফিলতির বিষয়ে।

তিনি বলেন, মানিক চেয়ারম্যান আনুমানিক ৪০ শতাংশ জমিতে ঝিঙা, কড়লা চাষ করেছেন। কিন্তু প্রকৃত পক্ষে তিনি কড়লা, ধুন্দুল, চাল কুমড়া, শীত লাউ, ডাটা, পাটশাক ইত্যাদি করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ