নান্দাইল উপজেলার প্রতিটি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কর্মী সম্মেলনের মাধ্যমে বিএনপি শক্তিশালী ও যোগ্য নেতৃত্ব তৈরি হবে। প্রতিটি ইউনিয়নের জনপ্রিয় ব্যক্তিরাই যোগ্য পদ পাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হবে।
বুধবার (১৮জুন) বিকাল ৪ টায় জাহাঙ্গীরপুর আলীম মাদ্রাসার মাঠে উত্তর জেলা বিএনপির সদস্য নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী ইউনিয়ন কর্মী সম্মেলনে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমলেই দেশে উন্নয়ন হয়। আওয়ামী লীগ বিগত দিনে দেশে উন্নয়নের নামে লুটপাট করেছে। তাই তারা জনগণন থেকে বিচ্যুত হয়ে দেশ থেকে পালিয়ে গেছে। আমার দলের কেউ অবৈধভাবে নিজ স্বার্থ হাসিলের জন্য দলের ক্ষতি করবে।
এমন দুর্নীতিবাজ নেতার বিএনপিতে ঠাঁই হবেনা। এছাড়াও তিনি আরও বলেন, আগামী ইউনিয়ন কমিটি তারাই পাবে, যাদের জনগণের সাথে সম্পৃক্ততা আছে। আর এই কমিটির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে এই সংসদীয় আসনে জয়লাভ করবে।
উত্তর জেলা বিএনপি’র সদস্য নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরীর সভাপতিত্বে নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটনের সঞ্চালনায় আমন্তীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. উসমান গনি ভূঁইয়া গেনু, উপজেলা বিএনপির সদস্য মো. আশহাদুল হক শাহীন, মো. সুমন সরকার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোমেন হোসেন মাষ্টার, কাজী গোলাম মোস্তফা, নাজমুল হাসান, রেজাউল করিম বাবলু, আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন ফকির, মুশুল্লি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফুরকান উদ্দিন, রাজগাতি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, খারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম অলি প্রমুখ।