মিন্টু মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
নান্দাইলে জাতীয় ইঁদুর নিধন অভিযানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ১১ টায় নান্দাইল উপজেলা পরিষদের হলরুমে কৃষি অধিদপ্তর নান্দাইলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
নান্দাইল উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা. নাদিয়া ফেরদৌসীর সঞ্চালনায় ইদুর নিধন সম্পর্কিত বিষয়ে কৃষকদের দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন বাংলাদেশ পরমাণি কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প (বিনা অংগ) সলাম, সিএসও ও প্রকল্প পরিচালক ড. মো. রফিকুল ইসলাম, ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির জেলা প্রশিক্ষক নাসরিন আক্তার বানু, নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আনিসুজ্জামান প্রমুখ।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক/ কৃষাণী সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।