পাইকগাছায় জাতীয় ইমাম পরিষদের পাইকগাছা পৌরসভায় মুফতী আশরাফুল ইসলাম রাহমানী কে সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় উপজেলা মডেল মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, জামায়াত ইসলামি বাংলাদেশ খুলনা জেলার কর্ম পরিষদ সদস্য মাও: আমিনুল ইসলাম।
জাতীয় ইমাম পরিষদ উপজেলা কমিটির যুগ্ম-সাধারণ হাফেজ মাওঃ আব্দুল হান্নান ওমর এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাইকগাছা সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আজহার আলী, ইসলামি আন্দোলনের পাইকগাছা উপজেলা কমিটির সভাপতি মাও: আহম্মাদ আলী।
এসময়ে পৌরসভার অধিকাংশ মসজিদের ইমামদের সর্বসম্মতিক্রমে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এর ইমাম ও খতীব মুফতী আশরাফুল ইসলাম রাহমানী কে সভাপতি নির্বাচিত করা হয়।
এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও মুসল্লী বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী কয়েকদিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেছেন আয়োজকবৃন্দ।