হারুনূর রশিদ, রায়পুরা:
জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম (জিসফ) মালদ্বীপ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। জিসফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মনজুর রহমান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো শাহ আলম স্বাক্ষরিত এক চিঠিতে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে মো: সুজন মিয়া সভাপতি, মো: রিপন সিনিয়র সহ-সভাপতি, মো: জাহাঙ্গীর সাধারণ সম্পাদক ও মো: আলমকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মো. কাউসার ও মো. মিরাজ মাতব্বর, যুগ্ন-সাধারণ সম্পাদক মো: খাইরুল ইসলাম ও মো: রাশেদ, সহ সাধারণ সম্পাদক মো ফয়সাল, সহ সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন, অর্থ সম্পাদক মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক মো. আব্দুর রহমান, সহ দপ্তর সম্পাদক মো. হুমায়ুন কবির, প্রচার সম্পাদক মো: রাফি হাজী, সহ প্রচার সম্পাদক মো হানিফ মিয়া, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার, সদস্য মো. নুরুল ইসলাম, মো. মোশাররফ হোসেন, মো. ইয়াসিন, মো জামাল মিয়া, মো. সোহেল মিয়া।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলমগীর প্রধান রেজা বলেন, আওয়ামী-বাকশালী সরকারের সকল অগণতান্ত্রিক স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে অতীতের মতো ভবিষ্যতেও বিএনপি মালদ্বীপ শাখা প্রতিবাদী ও অগ্রণী ভূমিকা পালন করছে। আগামীতেও বিশেষ ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। নতুন কমিটিকে অভিনন্দন জানাই।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহ আলম বলেন, মালদ্বীপ বিএনপি বিভিন্ন সময়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে আওয়ামী সরকারের বিরুদ্ধে ক্রমাগত প্রতিবাদী ভূমিকা রাখার জন্য ত্যাগী নেতাকর্মীদের দিয়ে কমিটি ঘোষণা করেছি। প্রবাসী সকল জাতীয়তাবাদী জিয়ার সৈনিককে ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়ার হাতকে প্রবাসে আরো বেশি শক্তিশালী করার আহ্বান রাখছি।