ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
দরিদ্র আলামিন-ফরিদা দম্পতির ঘরে জন্ম নেওয়া সেই বুক জোড়া লাগা যমজ দুই কণ্যা শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আট দিন চিকিৎসাধীন থেকে বাড়ি ফেরার পথে পথিমধ্যে মারা গেছে বলে নিশ্চিত করেছেন শিশু দুটির বাবা আলামিন।
এর আগে ৩ জুলাই ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়। জন্মের ২৪ দিন পর তাদের মৃত্যু হলো। শিশু দুটির বাবা আলামিন ফুলবাড়িয়া উপজেলার সদরের ইচাইল গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন পোশাক শ্রমিক।
যমজ শিশুর বাবা আলামিন বলেন, উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ থাকলেও অর্থের অভাবে শিশু দু’টিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার
বইলর ইউনিয়নের চরপাড়া গ্রামে আমার শশুর বাড়িতে নিয়ে অবস্থান করছিলাম। পরে বিষয়টি স্থানীয় ইউএনওর নজরে আসলে আমার সন্তানদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন তিনি।
উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক বলেন, প্রায় এক বছর পর অপারেশনের মাধ্যমে তাদের আলাদা করা যাবে। তবে বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভালো না থাকায় তাদের অনুমতি না নিয়েই আমার শিশুদের বাড়িতে নিয়ে আসছিলাম। পথিমধ্যে তাদের মৃত্যু হয়।