২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ| ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি| বিকাল ৫:৫৯| হেমন্তকাল|

ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষককের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ৭, ২০২৪,
  • 86 Time View

মোঃ আব্দুল জব্বার, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ১ নং গেদুড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গেদুড়া আদর্শ নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দুরুল হুদার বিরুদ্ধে অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে।

অভিযোগসূত্রে সরজমিনে গেলে অভিযোগকারী মোঃ আব্দুল রহিম আমাদের প্রতিনিধিকে বলেন, বিদ্যালয়টি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং আমার নিয়োগ হয় ২০০০ সালে কিন্তু ২০২২ সালে বিদ্যালয় এমপিওভুক্ত হওয়ার পর প্রধান শিক্ষক দুরুল হুদা আমার বিলের কাগজপত্র না পাঠিয়ে মোঃ আলামীনের বিল ধরিয়ে দেয়।

অথচ এই আলামীন বিদ্যালয়ে কখনও সম্পৃক্ত ছিলেন না। আমি এই বিষয়ে আদালতে একটি মামলা করেছি এবং এই প্রধান শিক্ষককের বিচারের দাবি করছি।

সরজমিনে গিয়ে বিদ্যালয় খোলার দিন স্কুলে কোন ছাত্র, ছাত্রী ও কর্মচারী উপস্থিত পাওয়া যায়নি।

স্থানীয় মোঃ আলমের সাথে স্কুলের বিষয়ে কথা হলে তিনি বলেন, এই বিদ্যালয়ে লেখাপড়ার বিপরীত শুধু একই পদে একাধিক ব্যক্তির কাছে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রধান শিক্ষক দুরুল হুদা নিয়োগ বানিজ্য করছেন।

অভিযোগর বিষয়ে প্রধান শিক্ষক দুরুল হুদা কোন বক্তব্য দিতে রাজি হয়নি।

এই বিষয়ে উক্ত বিদ্যালয়ের সভাপতির কাছে জানতে চাইলে তিনি বলেন, যে চারজনের বিল হয়েছে তাদেরকে আমি বিদ্যালয়ে কখনও দেখিনি প্রধান শিক্ষক তার ইচ্ছেমত বিদ্যালয়ের কাজকর্ম চালাচ্ছেন, যা আমি অবগত নই।

এই বিষয়ে হরিপুর মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল হক মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা ছিল না। যেহেতু বিষয়টি আদালতে গিয়েছে তাই আমার কিছুই করার নেই। কেউ যদি আমর কাছে লিখিত অভিযোগ করে তাহলে আমি তদন্ত করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ