ঠাকুরগাঁও জেলায় আমগাছ কেটে ফেলার অভিযোগে থানায় মামলা…
মোঃ আব্দুল জব্বার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কামারপুকুর মডেল স্কুলের পূর্ব দিকে একটি আম বাগানের গাছ কেটে ফেলার অভিযোগে থানায় মামলা হয়েছে।মামলা সূত্রে জানা গেছে গত ১৫/৩/২০২৩ ইং আানুমানিক রাত ১১.০০ ঘটিকায় বাদী মোঃ দবিরুল ইসলাম পিতা মোঃ আব্দুল হামিদ সাং কামারপুকুর উপজেলা হরিপুর জেলা ঠাকুরগাঁও এর কামারপুকুরের পূর্ব দিকে মাঠ থেকে ৩০ টি আম গাছ দুর্বৃত্তরা কেটে ফেলে এবং কিছু গাছ নিয়ে চলে যায়।
এতে এক লক্ষ টাকার ক্ষতি সাধিত হয় বলে মামলায় উল্লেখ করা হয়।
হরিপুর থানার মামলা নং১৩/৫৫ তারিখ ১৯/০৩/২৪ ইং আসামিগন (১)মোঃ মোঃ ফারুক (২৭) পিতা গোলাম মোস্তফা,২। মোঃ সুমন (২৫) পিতা মোঃ আনোয়ার হোসেন ৩। মোঃ গোলাম মোস্তফা (৫৫) পিতা মৃত রজব আলী,৪। মোঃ জিয়াউর রহমান (৩২) পিতা মোঃ আব্দুল বাসেদ সকলের সাং কামারপুকুর উপজেলা হরিপুর জেলা ঠাকুরগাঁও ও আরো অজ্ঞাত নামা চারজন আসামি করে ১৪৩,৪৪৭,৪২৭,৩৭৯ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়।
গত ২৮ মার্চ মোঃ দবিরুল ইসলাম জমিতে পুনরায় আম গাছ রোপন করেন।
মামলাটি তদন্তাধীন আছে।